Daily current affairs in bengali 28/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28/03/2022 |
1. 2022 সালের SAFF U 18 মহিলা চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় মহিলা দল।
2.সম্প্রতি পৃথিবীর উষ্ণতম দেশের তাপমাত্রা কুয়েত। তাপমাত্রা প্রায় 53.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
3.Niti aayog export Preparedness index 2021 এ ভারতের প্রথম রাজ্য হিসেবে গুজরাট রয়েছে।
4.কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট বিনোদ জি খান্ডরে।
5.2022 সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা।
6.Samprati Chennai super King এর সাথে co Branded ক্রেডিট কার্ড লঞ্চ করল ICICI BANK.
7.Desmond tutu ও Dalai lama " the little book of joy" শিরোনামে বইটি লিখলেন।
8.মারুটি সুজুকি এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন Hisashi Takeuchi.
9.International day for the right to the truth প্রতিবছর 24শে মার্চ পালন করা হয়।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link