Thursday 24 March 2022

Daily current affairs in bengali 24/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/03/2022

Daily current affairs in bengali 24/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/03/2022
Daily current affairs in bengali 24/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/03/2022

1. সম্প্রতি তুর্কি দেশ বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজের উদ্বোধন করল।

2.এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে পুনরায় নিযুক্ত হলেন জয় শাহ। চেয়ারম্যান আছেন অমিতাভ চৌধুরী।

3.সম্প্রতি কুলতার সিং সন্ধান পাঞ্জাব বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হলেন। মুখ্যমন্ত্রী আছেন ভগবান্ড মান। পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়।

4.সম্প্রতি চীনদেশ মহাকাশে থাকার স্যাটেলাইট কে ধ্বংস করতে সক্ষম লেজার অস্ত্র তৈরি করল।

5.সম্প্রতি এন বীরেন সিং মনিপুর রাজ্যের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। 

6.বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ।

7.বিশাখাপত্তনাম রেলওয়ে স্টেশন ভারতের প্রথম one station one product এর বাস্তবায়ন করল।

8.সম্প্রতি জয়তী ঘোষ ভারতীয় অর্থনীতিবীদ জাতিসংঘের উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হলেন।



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you