Daily current affairs in bengali 01/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Daily current affairs in bengali 01/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স |
1.সম্প্রতি Pro Kabaddi league 2022 জয়লাভ করলো Dabang Delhi KC
2.প্রতিবছর National science day 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। আরও তথ্য 1928 সালে 28শে ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞানী সিভি রমনের রমন প্রভাব আবিষ্কারকে চির স্মরণীয় করে রাখতে প্রতিবছর এই দিনটি উদযাপিত হয়।
3.World NGO day প্রতিবছর 27 এ ফেব্রুয়ারি পালন করা হয়।
4.সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে Boltzmann Medal পেতে চলেছেন দীপক ধর।
5.উড়িষ্যার প্রথম উপজাতি সম্প্রদায় ভুক্ত মুখ্যমন্ত্রী হেমা নন্দ বিসওয়াল সম্প্রতি মারা গেলেন
6.ভারতীয় ব্যাডমিন্টন ডাবলস টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন Tan Kim her
7.সম্প্রতি 2022 সালে রামানুজন পুরস্কার পেলেন নীনা গুপ্তা।
8.সম্প্রতি শ্রীলঙ্কা সিলন দারুচিনি দিয়ে তার প্রথম জিআই সার্টিফিকেট অর্জন করল।
9.সম্প্রতি পাকিস্তানে প্রথমবর কৈলাশ কুমার নামে এক হিন্দু অফিসারকে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে নিযুক্ত করা হলো।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link