Wednesday, 16 March 2022

Daily current affairs in bengali 16/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16/03/2022



1. International women of courage award পেলেন নেপালের রূপান্তরকামী মহিলা ভূমিকা শ্রেষ্ঠ।

2.প্রতিবছর World consumer rights day 15 ই মার্চ পালন করা হয়। 2022 এর থিম: fair digital finance.

3.সম্প্রতি ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম 50 রান করলেন ঋষভ পান্ত।

4.সম্প্রতি  IIT ROORKEE তে পরম গঙ্গা নামে একটি সুপার কম্পিউটার কে স্থাপন করা হলো।

5.ভারতের প্রথম চিকিৎসা শহর indrayani Medicity মহারাষ্ট্রের পুনেতে স্থাপিত হতে চলেছে।

6.সম্প্রতি গ্যাব্রিয়েল বোরিক ফ্রন্ট চিলির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হলেন ।

7.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 তম খেল মহাকুম্ভ এর উদ্বোধন করলেন আমদাবাদে।

8.উত্তর ভারতের প্রথম জম্মুতে স্পেস সায়েন্স সেন্টার উদ্বোধন করা হলো। এটির নাম: Satish Dhawan centre for space science.

9.সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্বতন্ত্রতা সৈনিক যোজনাটা 2026 সাল পর্যন্ত বহাল রাখার কথা ঘোষণা করল।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you