Tuesday 15 March 2022

Daily current affairs in bengali 15/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15/03/2022

                    Daily current affairs in bengali 15/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15/03/2022
Daily current affairs in bengali 15/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15/03/2022

 1.সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকার চা বাগানের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

2.প্রতিবছর Pi Day 14 ই মার্চ পালন করা হয়। এর অপর নাম ইন্টার্নেশনাল ডে অফ ম্যাথামেটিক্স।

3.সম্প্রতি SEBI এর সদস্য হিসাবে নিযুক্ত হলেন অশ্বিনী ভাটিয়া। SEBI প্রতিষ্ঠিত হয় 12 এপ্রিল 1988।

4.Liberal democracy index 2022 তে ভারতের স্থান 93 তম।

5.সম্প্রতি National financial reporting authority  এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অজয় ভূষন পান্ডে।

6.2021 Skoch state of governance ranking এ প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ।

7.সম্প্রতি দিল্লিতে তৃতীয় তম National youth parliament festival এর উৎসব শুরু হলো।

8.সম্প্রতি Bipin sanghi দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you