Daily current affairs in bengali 14/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14/03/2022
Daily current affairs in bengali 14/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14/03/2022 |
1.শিলিগুড়ি টাউন স্টেশন পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।
2.সম্প্রতি দেবাশীষ পান্ডা insurance regulatory and development authority of India এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। সদরদপ্তর হায়দ্রাবাদ।
3.কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গোয়ালিয়রের প্রথম ড্রোন স্কুলের উদ্বোধন করলেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল।
4.সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে এ কে সিক্রি কে চারধাম প্রকল্পের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করল।
5.2001 সালের airports council international সমীক্ষায় ভারতের মোট 6টি বিমানবন্দর best airport by size and region এর মধ্যে স্থান পেয়েছে।
6.টাইগার উডস প্রাপ্তন গলফার world golf hall of fame এ অন্তর্ভুক্ত হলো।
7.সম্প্রতি হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য সুষমা স্বরাজ পুরস্কারের কথা ঘোষণা করলেন। হরিয়ানার রাজধানী চন্ডিগড়।
8.On board test, trial and Triumph : my years in BCCI এই শিরোনামে আত্মজীবনীমূলক বইটির লিখলেন রত্নাকর শেট্টি।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link