Sunday 13 March 2022

Daily current affairs in bengali 13/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13/03/2022

Daily current affairs in bengali 13/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13/03/2022
Daily current affairs in bengali 13/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13/03/2022

1. সম্প্রতি ইউন সুক ইয়োন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন।

2.সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে প্রথম মহিলা মালিকাধীন শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ , মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

3.সম্প্রতি ক্যাটালিন নোভাক হাঙ্গেরি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন।

4.সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার women@work নামক একটি প্রোগ্রাম চালু করল। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু

5.সম্প্রতি ইন্টারন্যাশনাল মনেটারি ফুন্ড ইউক্রেনের জন্য 1.4 বিলিয়ন ডলার জরুরী সহায়তা অনুমোদন করলো। ইউক্রেনের রাজধানী কিইভ।IMF সদরদপ্তর ওয়াশিংটন ডিসি।

6.সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ রফিক তারার প্রয়াত হলেন।

7.সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করল।

8.সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকার সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের কথা ঘোষণা করল। ত্রিপুরার রাজধানী আগরতলা।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you