Saturday 12 March 2022

Daily current affairs in bengali 12/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12/03/2022

                    Daily current affairs in bengali 12/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12/03/2022

Daily current affairs in bengali 12/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12/03/2022

1.সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার মাতৃশক্তি উদয়মিতা লঞ্চ করার কথা ঘোষণা করল। হরিয়ানার রাজধানী চন্ডিগড় মুখ্যমন্ত্রী আছেন মনোহর লাল খাট্টার।

2.বর্তমানে ভারতের মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা 40 টি হল। ধোলাভিরা ও রমাপ্পা মন্দির হল এর অধীনে সর্বশেষ সংযোজন।

3.World kidney day 10th পালন করা হয়।

4.2022 সালে no smoking day 9th পালন করা হলো।

5.সম্প্রতি ছত্রিশগড় রাজ্য সরকার কৌশল্যা মাতৃত্ব যোজনা লঞ্চ করল। ছত্রিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

6.সম্প্রতি বোধগয়াতে ভারতের বৃহত্তম ভগবান বুদ্ধের মূর্তি তৈরি হতে চলেছে।

7.2022 সালে us international women of courage Award পেলেন রিজুয়ানা হাসান ইনি বাংলাদেশের বাসিন্দা।

8.সম্প্রতি axix bank "house work is work " প্রকল্প চালু করেছে। অ্যাক্সিস ব্যাংকের সিইও অমিতাভ চৌধুরী।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you