Daily current affairs in bengali 11/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11/03/2022 |
1.ভারতের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম দুধালা গ্রাম এটি গুজরাটে অবস্থিত। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল।
2.সঙ্গীতজ্ঞ পন্ডিত ওস্তাদ আমজাদ আলী খান হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। ওস্তাদ আমজাদ আলী খান সরোদ বাদক।
3.সম্প্রতি সিকিম রাজ্য সরকার AMMA ও BAHINI স্কিন লঞ্চ করল।
4.তেলেঙ্গানা রাজ্য par capita net state 2022 তে শীর্ষস্থান দখল করল।
5.Financial action task force এর সভাপতি পদে নিযুক্ত হলেন টি রাজা কুমার।
6.সম্প্রতি মেরি কম Lupin limited কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। তিনি দুই হাজার কুড়ি সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।
7.ভারতীয় এয়ারটেল ও অ্যাক্সিস ব্যাঙ্ক ভারতের ডিজিটাল ইকো সিস্টেম কে মজবুত করতে পার্টনারশিপ করলো।
8.সম্প্রতি ইরান দ্বিতীয় মিলিটারি স্যাটেলাইট noor 2 সফলভাবে লঞ্চ করল।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link