Daily Current Affairs in Bengali | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স |
1.National Productivity Day প্রতিবছর 12 ই ফেব্রুয়ারি পালন করা।
2.Krishi Network কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পঙ্কজ ত্রিপাঠী।
3.মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে রাজ্যের Hope Express চালু করার কথা ঘোষণা করলেন। আরে তথ্য: মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী আছেন উদ্ধব ঠাকরে
4.রিজাভ ব্যাংক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল লিটারেসি উইক 2022, 14 ই ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পালন করার কথা ঘোষণা করল।
5.সম্প্রতি শিল্পপতি রাহুল বাজাজ প্রয়াত হলেন। তিনি 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পান।
6.2022 সালের Mumbai international film festival (17 তম) 29 শে মে থেকে 28 জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
7.মধ্য প্রদেশ রাজ্যের সেন্ট্রাল জেল নিজস্ব এফএম রেডিও চ্যানেল চালু করল। আরও তথ্য: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
8.জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হস্তনির্মিত কার্পেটের শংসাপত্র এবং লেবেলিং এর জন্য QR-code ভত্তিক প্রক্রিয়া চালু করল।
9.2022-23 সালের জন্য the institute of chartered accountants of India এর সভাপতি পদে নিযুক্ত হলেন দেবাশীষ মিত্র।
10.ভারত পর্যটনের ক্ষেত্রে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার সাথে মৌ স্বাক্ষর করলো।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link