Monday 21 December 2020

General Knowledge in Bengali

General Knowledge in Bengali 
General Knowledge in Bengali 


 পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন বা ভার কি হয়? শূন্য হয়

পৃথিবীতে কোন বস্তুর ওজন 6 কিলোগ্রাম হলে চাঁদে বস্তুর ওজন কত হবে?1 কিলোগ্রাম

ভরের নিত্যতা বা সংরক্ষণের সূত্র কে প্রমাণ করেন? বিজ্ঞানী ল্যাভয়সিয়ার

শক্তি কাকে বলা হয়? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে

সব ধরনের শক্তি নানা রূপান্তরের মধ্যে থেক শেষ পর্যন্ত কি শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়

হিম মিশ্রণ কাকে বলে?যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায় তাকে হিম মিশ্রণ বলে।তিন ভাগ বরফের সাথে এক ভাগ লবণ মেশালে হিম মিশ্রণের উষ্ণতা কমে -21 ডিগ্রী সেলসিয়াস হয়।

বাষ্পীভবন কে কয় ভাগে ভাগ করা যায়? দু'ভাগে বাষ্পায়ন ও স্ফুটন

কয়েকটি উদবায়ী তরল এর উদাহরণ হল ইথার , অ্যালকোহল

তরলের উষ্ণতা ও উপরিতলের ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়নের হার এর কি পরিবর্তন হয়? বাষ্পায়নের হার বাড়ে।

শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?কারণ বাতাসে জলীয় বাষ্প অনেক কম থাকে তাই বাষ্পায়ন দ্রুতহারে হয় বলে ভিজে জামা কাপড় শুকিয়ে যায়।

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you