Daily 10 GK in Bengali |
সমুদ্রের জলে খনিজ তেল পড়লে পাখিদের গায়ে ঐ তেল লাগলে মারা যায় এর কারণ-হাইপোথারমিয়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিডনাসক পদার্থ হিসেবে টিকে ব্যবহার করা হতো? নিকোটিন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিডিটি যে কাজে ব্যবহৃত হতো? ম্যালেরিয়ার জীবাণু নিধনে
WHO এর নিয়ম অনুযায়ী শব্দের তীব্রতা উর্ধ্বসীমা যাওয়া উচিত ? 45 ডেসিবেল
যানবাহনের পরিতক্ত ধোঁয়ায় থাকা বিষাক্ত পদার্থ বাতাসে না মেশার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়? ক্যাটালাইটিক কনভার্টার
বেড়াতে গিয়ে অনেক সময় পানীয় জলে জিওলিন মেশানো হয় জীবন মুক্ত করার জন্য এতে থাকা যে উপাদানটি জীবাণুমুক্ত করে তা হল? ক্লোরিন
ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে পাশ হয়? 1986
গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি নেয়া হয় কোন সালে? 1986
কম্পিউটার মনিটরে যে বিপদজনক ধাতুর ব্যবহার করা হয়? সিসা
বর্তমানে যে ধরনের বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে? জৈব বর্জ্য
ভূগর্ভে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে দূষণ পদার্থটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? আর্সেনিক
পাখির ডিমের উপর ডিডিটি এর প্রভাব? ডিমের খোল ক ভঙ্গুর হয়ে যায় তাই তা দেবার সময় ভেঙে যায়
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link