Wednesday 23 December 2020

Daily 10 GK in Bengali

 Daily 10 GK in Bengali 
Daily 10 GK in Bengali 

CFC বলতে কী বোঝায়? কার্বন ফ্লোরিন ও ক্লোরিন সম্মানিত বিশেষ যৌগ


কয়েকটি গ্রিনহাউস গ্যাস হল-কার্বন ডাই অক্সাইড. মিথেন. ক্লোরোফ্লুরো কার্বন


শহরাঞ্চলে যেখানে যানজট বেশি হয় সেখানে আকাশের রং বাদামী হয় তার কারণ? নাইট্রোজেন ডাই অক্সাইডের উপস্থিতি


অম্ল বৃষ্টির জন্য যে প্রধান অক্সাইডটি দায়ী? নাইট্রোজেন ডাই অক্সাইড


কার্বন মনোক্সাইড সবচেয়ে বেশি নির্গত হয়? যানবাহনের নির্গত ধোঁয়া থেকে


বায়ুদূষক কোন গ্যাসটিকে প্রাকৃতিক গ্যাস বলা হয়? মিথেন


কিছুদিন আগেও পেট্রোল এ লেডের একটি যৌগ মেশানো হতো ওই যৌগটির কাজ ছিল? ইঞ্জিনিয়ার ঝাঁকুনি রোধ করা


সাধারণ ধোঁয়াশার উপাদান গুলি হল- ধোয়া, কুয়াশা .সালফার ডাই অক্সাইড


বিশ্ব উষ্ণায়ন ও ওজোন স্তর ধ্বংসের প্রধান কারণ? CFC


ডিসলেক্সিয়া রোগের কারণ কি? সিসা



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you