ভারতের গুরুত্বপূর্ন পদাধিকারী ব্যক্তিত্ব PDF Download -Gkpage General Knowledge 2020
ভারতের গুরুত্বপূর্ন পদাধিকারী ব্যক্তিত্ব PDF Download -Gkpage General Knowledge 2020 |
প্রিয় বন্ধুগণ , আপনারা সবাই কেমন আছেন ? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারত সরকারের বিভিন্ন পদে করা করা বসে আছেন তাদের একটি তালিকা | যা আপনাদের আগত বিভিন্ন competitive পরীক্ষাতে সাহায্য করবে | তাই আর দেরী না করে নিচে তালিকাটি ডাউনলোড করে নিন |
আজ আপনাদের জন্য থাকছে ভারতের গুরুত্বপূর্ন পদাধিকারী ব্যক্তিত্ব PDF Download -Gkpage General Knowledge 2020
PDF এর কিছু নমুনা :
1. ভারতের বর্তমান রাষ্ঠ্রপ্রতি কে ?
উত্তর : রামানথ কোবিন্দ(14 তম )
2.ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ?
উত্তর : নরেন্দ্র দামোদরদাস মোদী (14 তম)
3.ভারতের বর্তমান উপ-রাষ্ঠ্রপ্রতি কে ?
উত্তর : মুপ্পাভারাপু ভেঙ্কাইয়া নাইডু(13 তম )
4. ভারতের বর্তমান সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি কে ?
উত্তর :শারদ অরবিন্দ বোবেদ (৪৭ তম )
5.ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে ?
উত্তর: সুনীল অরোরা (23 তম )
6.ভারতের বর্তমান নির্বাচন কমিশনার-1 কে ?
উত্তর : সুশীল চন্দ্র
7. ভারতের বর্তমান নির্বাচন কমিশনার-2 কে ?
উত্তর: রাজীব কুমার
8. ভারতের বর্তমান CAG কে ?
উত্তর: শ্রী গিরিশ চন্দ্র মুর্মু (14 তম )
9.ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরকে ?
উত্তর: সক্তিকান্ত দাস (25 তম )
10. ভারতের বর্তমান সেনা প্রধান কে ?
উত্তর: মনোজ মুকুন্দ নারাভানে (28 তম )
11. ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে ?
উত্তর: এডমিরাল করমবীর সিং (24 তম)
12. ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে ?
উত্তর: রাকেশ কুমার সিং বাহদুরিয়া (26 তম )
13. ভারতের বর্তমান CBI ডিরেক্টর কে ?
উত্তর: ঋষি কুমার শুক্লা
14. ভারতের বর্তমান IB ডিরেক্টর কে ?
উত্তর: অরবিন্দ কুমার (27 তম )
15. ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে ?
উত্তর: ওম বিড়লা (17 তম )
PDF ফাইল টি তালিকা আকারে পেতে নিচের link এ click করুন
PDF FILE DETAILS :
FILE NAME :ভারতের গুরুত্বপূর্ন পদাধিকারী ব্যক্তিত্ব
FILE PAGE :1
FILE SIZE :161 KB
FILE DOWNLOAD: CLICK HERE
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link