Friday 6 November 2020

October 2020 Monthly Current Affairs in Bengali | অক্টোবরে 2020 কারেন্ট অ্যাফেয়ার্স

October 2020 Monthly Current Affairs in Bengali | অক্টোবরে 2020 কারেন্ট অ্যাফেয়ার্স 

October 2020 Monthly Current Affairs in Bengali | অক্টোবরে 2020 কারেন্ট অ্যাফেয়ার্স 

প্রিয় বন্ধুগণ ,

                 আপনাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে ?আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  October 2020 Monthly Current Affairs in Bengali | অক্টোবরে 2020 কারেন্ট অ্যাফেয়ার্স যা আপনাদের বিভিন্ন Competitive পরীক্ষা তে সাহায্য করবে |তাই আর দেরী না করে নিচে PDF ফাইল ডাউনলোড করুন 

                 বর্তমানে যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে Bengali Current Affairs খুবই গুরুত্বপূর্ন|

এই পিডিএফ ফাইলে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগ অনুযায়ী সাজানো আছে যা আপনাদের পড়তে সাহায্য করবে |

PDF ফাইল এর কিছু নমুনা :

“International Stuttering Awareness Day” প্রতিবছর 22 শে অক্টোবর পালন করা হয় | এবারের থিম : “Journey of Words – Resilience and Bouncing Back”

 National Police Commemoration Day” প্রতিবছর 21 শে অক্টোবর পালন করা হয় |

অস্ট্রেলিয়া নভেম্বর মাসে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে Malabar -2020 নৌবাহিনী অনুশীলনে যোগ দেবে।

Asian Development Bank এবং ভারত সরকার মহারাষ্ট্র রাজ্যের 450 কিলোমিটার রাজ্য মহাসড়ক এবং প্রধান জেলা সড়ক গুলিকে উন্নতি করার জন্য 177 মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করলো

.G-20 (Group of Twenty)Youth 20(Y20)Global Summit এবছর প্রথম ভার্চুয়াল অনুষ্ঠিত হলো সৌদি আরবে

LG কোম্পানি লুইস হ্যামিল্টনকে তাদের  ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলো

ইউটিউবার ভুবন বাম Myntra কোম্পানির ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলেন

ভারতের ব্যাডমিন্টন ব্র্যান্ড “Transform” এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলেন চেতন আনন্দ

International day for the Eradication of poverty (আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস) প্রতিবছর 17 ই অক্টোবর পালন করা হয়

Global handwashing day প্রতিবছর 15 ই অক্টোবর পালন করা হয়

HDFC ব্যাংক গ্রাহকদের স্বাস্থ্যগত সুবিধার জন্য অ্যাপেলো হসপিটাল এর সহযোগিতায় the healthlife programme লঞ্চ করল।.উড়িষ্যা সরকার 2023 সাল পর্যন্ত রাগবি ইন্ডিয়ার সাথে চুক্তি করলো।

সম্প্রতি নৃত্যশিল্পী শোভা নাইডু মারা গেলেন

গোয়া সরকার মাপুসা এবং পন্ডা নামে দুটি নতুন পুলিশ জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি national security guard (NSG) 36 তম প্রতিষ্ঠা দিবস পালন করল

ওডিশা পানীয় জলের সরবরাহের জন্য ‘Sujal’ মিশন চালু করেছে

আসাম রাজ্য সরকার Kisan Rath Mobile App লঞ্চ করলে

এভাবে PDF ফাইল ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন 

PDF FILE DETAILS :

FILE NAME :অক্টোবর মাসিক CA

FILE PAGE :12

FILE SIZE :2.00 MB

FILE DOWNLOAD : CLICK HERE 

নিচে আরো PDF ফাইল ডাউনলোড করুন 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you