Railway General Knowledge Question and Answer PDF
Railway General Knowledge Question and Answer PDF |
প্রিয় বন্ধুগণ ,
আপনাদের রেলওয়ে Group -D ও NTPC এর প্রস্তুতি কেমন চলছে ? আপনারা যাতে এই প্রস্তুতি আরো ভালোভাবে করেত পারেন , তার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Railway General Knowledge Question and answer PDF যা আপনাদের এই পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষাতেও সাহায্য করবে | তাই আর দেরী না করে নিচে থেকে PDF ফাইল Download করুন |
PDF এর কিছু নমুনা :
প্রশ্ন:- ভারতের প্রথম
গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল
ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
প্রশ্ন:- ভারতের শেষ গভর্নর-জেনারেল
কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল
ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী ।
প্রশ্ন:- ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. –
উত্তর:- কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।
প্রশ্ন:- ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) —
উত্তর:- হরিতা কৌর দেওল।
প্রশ্ন:- ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা —
উত্তর:- কমলজিৎ সাঁধু।
প্রশ্ন: ভারতের প্রথম মহিলা
স্নাতক —
উত্তর: কাদম্বিনী গাঙ্গুলী
ও চন্দ্রমুখী বসু।
প্রশ্ন: ভারতের
প্রথম মহিলা স্নাতক (অনার্স) —
উত্তর: কামিনী
রায়।
প্রশ্ন: ভারতের প্রথম মহিলা ট্রেন চালক —
উত্তর: সুরেখা
যাদব।
প্রশ্ন: ভারতের প্রথম মহিলা আইনজীবী —
উত্তর:
কর্নেলিয়া সোরাবজী।
প্রশ্ন: ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট)
—
উত্তর: লেয়লা
শেঠ।
প্রশ্ন: ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) —
উত্তর: এম.
ফতিমা বিবি।
প্রশ্ন: ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু
—
উত্তর: আরতি সাহা।
প্রশ্ন: ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী —
উত্তর:
রাজকুমারী অমৃতা কৌর।
প্রশ্ন-
জেরফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
উঃ ভিটামিন A -র
প্রশ্ন- ডিএনএ
-এর নক্সা কারা কতসালে তৈরি করেন ?
উঃ ওয়াটসন ও
ক্রিক ১৯৫৩ সালে
প্রশ্ন- কোন
এককোষী উদ্ভিদ খালিচোখে দেখা যায় ?
উঃ
অ্যাসিটাবুলারিয়া
প্রশ্ন- হামের
জন্য কোন ভাইরাস দায়ী ?
উঃ রুবেলা
প্রশ্ন:
গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর:
সচ্চিদানন্দ সিনহা
প্রশ্ন: ভারতের
একমাত্র রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: নীলম
সঞ্জীব রেড্ডি
এভাবেই PDF ফাইল পেতে নিচের লিংকে ক্লিক করুন
PDF FILE DETAILS :
FILE NAME :রেলওয়ে স্পেশাল Gk
FILE LANGUAGE:Bengali
FILE PAGE :7
FILE SIZE:414 KB
FILE DOWNLOAD: CLICK HERE
নিচে আরো PDF ফাইল ডাউনলোড করুন
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link