প্রিয় বন্ধুগণ , আপনাদের প্রস্তুতি কেমন চলছে ? রেলওয়ে NTPC পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আপনাদের জন্য নিয়ে এলাম Online Test NTPC in Bengali -63 | যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় , আপনারা কতটা প্রস্তুত তার জন্যই এই Quiz এর আয়জন করা হলো |
আপনার পুরো টা এটা পড়লে পরিষ্কার হয়ে যাবে জাতীয় স্রোত্র (National Anthem ) জাতীয় স্রোত্র জনগণমানো প্রথম গাওয়া হয় 27 শে ডিসেম্বর 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে| এটি সংবিধান সভা গ্রহণ করে 24 শে জানুয়ারি 1950 সালে গানটি প্রকৃতপক্ষে বাংলায় রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে এর হিন্দি অনুবাদ আছে। সম্পূর্ণ গানটি পাঁচটি স্তবক বিভক্ত তবে গানটির প্রথম স্তবকটি জাতীয় স্রোত্র হিসাবে গ্রহণ করা হয়েছে| পুরো জাতীয় স্রোত্রটি গাওয়ার সময় 52 সেকেন্ড, ক্ষেত্রবিশেষে 20 সেকেন্ড সময়ের মধ্যে জাতীয় স্রোত্র-এর একটি সংক্ষিপ্ত রূপ গাওয়া হয়।
জাতীয় সংগীত ভারতের জাতীয় সংগীত “বন্দেমাতারাম” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “আনন্দমঠ উপন্যাস” থেকে নেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের 1896 সালের বাৎসরিক অধিবেশনের গানটি প্রথম গাওয়া হয় গানটি ইংরেজি অনুবাদ করেন শ্রী অরবিন্দ জাতীয় ক্যালেন্ডার জাতীয় ক্যালেন্ডার শক যুগ ধরে গণনা করা হয়। এটি গ্রহণ করা হয় 22 শে মার্চ 1957 সালে
National anthem
ReplyDeleteWrote by Rabindranath Tagore not bankum
আমার প্রশ্ন ছিল জাতীয় সংগীত। জাতীয় স্রোত বা ন্যাশনাল অ্যানথেম সম্পর্কে আমি কোন প্রশ্ন করিনি
DeleteNational anthem
ReplyDeleteWrote by Rabindranath Tagore not bankum
আপনার পুরো টা এটা পড়লে পরিষ্কার হয়ে যাবে জাতীয় স্রোত্র (National Anthem )
Deleteজাতীয় স্রোত্র জনগণমানো প্রথম গাওয়া হয় 27 শে ডিসেম্বর 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে|
এটি সংবিধান সভা গ্রহণ করে 24 শে জানুয়ারি 1950 সালে
গানটি প্রকৃতপক্ষে বাংলায় রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে এর হিন্দি অনুবাদ আছে।
সম্পূর্ণ গানটি পাঁচটি স্তবক বিভক্ত তবে গানটির প্রথম স্তবকটি জাতীয় স্রোত্র হিসাবে গ্রহণ করা হয়েছে|
পুরো জাতীয় স্রোত্রটি গাওয়ার সময় 52 সেকেন্ড, ক্ষেত্রবিশেষে 20 সেকেন্ড সময়ের মধ্যে জাতীয় স্রোত্র-এর একটি সংক্ষিপ্ত রূপ গাওয়া হয়।
জাতীয় সংগীত
ভারতের জাতীয় সংগীত “বন্দেমাতারাম” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “আনন্দমঠ উপন্যাস” থেকে নেওয়া হয়েছে
জাতীয় কংগ্রেসের 1896 সালের বাৎসরিক অধিবেশনের গানটি প্রথম গাওয়া হয়
গানটি ইংরেজি অনুবাদ করেন শ্রী অরবিন্দ
জাতীয় ক্যালেন্ডার
জাতীয় ক্যালেন্ডার শক যুগ ধরে গণনা করা হয়। এটি গ্রহণ করা হয় 22 শে মার্চ 1957 সালে