Indian National Movement PDF For WBCS in Bengali-ভারতীয় স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন উত্তর |
1.' সাইমন কমিশন কবে ভারতে এসেছিল(WBCS,2004) ?
[a] 1937
[b] 1927 ✓
[c] 1935
[d] 1947
2. ভারতের অর্ধনঙ্গ ফকির - ব্রটিশ প্রধানমন্ত্রী কারসম্পর্কে বলেছিলেন(WBCS,2005) ?
[a] গান্ধীজি ✓
[b] আম্বেদকার
[c] রাজনারায়ণ
[d] এস.এন ব্যানার্জী
3.'সারা ভারত হরিজন
সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন (WBCS,2007)?',
[a] গান্ধীজি ✓
[b] আম্বেদকার
[c] রাজনারায়ণ
[d] এস.এন ব্যানার্জী
4. 'কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন (WBCS,2007) ?'
[a] হরিজনদের অধিকার
সুরক্ষা
[b] আইন অমান্য
আন্দোলন
[c] নীল চাষীদের সমস্যা
সমাধান✓
[d] কোনটাই নয় '],
5.'অসহযোগ আন্দোলন
কবে প্রতাহার করা হয় (WBCS,2007) ?'
[a] 'ফেব্রুয়ারি,11,1922 ✓
[b] ফেব্রুয়ারি,20,1921
[c] ফেব্রুয়ারি,01,1922
[d] ফেব্রুয়ারি,28,1922
6. গান্ধীজির কাছে অহিংসা ছিল (WBCS,2007) ?
[a] একমাত্র উদ্দেশ্য
[b] বিরোধীকে ঘাবড়ে
দেওয়ার পথ
[c] নিস্ক্রিয়
প্রতিক্রিয়া ✓
[d] কোনটাই নয়
7. 'করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন (WBCS,2009) ?',
[a] নেতাজি
[b] গান্ধীজি ✓
[c] আনন্দমোহন
বসু
[d] সুরেন্দ্রনাথ
8. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন (WBCS,2009) ?
[a] আব্দুল গফফর খান ✓
[b] মহম্মদ আলী
[c] গান্ধীজি
[d] মহম্মদ আলি জিন্নহ
9. গান্ধীজি কোন আন্দোলনের সাথে যুক্ত হন (WBCS,2010) ?
[a] 'আইন অমান্য
[b] অসহযোগ ✓
[c] ভারত ছাড়
[d] নীল চাষের বিরুদ্ধে (1917 )
10. '"কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় ,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে "(WBCS,2011) ?',
[a] আব্দুল গফফর খান
[b] মহম্মদ আলী
[c] গান্ধীজি ✓
[d] মহম্মদ আলি জিন্নহ
এভাবেই PDF ফাইল ডাউনলোড করতে নিচের লিংক এ click করুন
Mock Test এর বিবিরণ |
অংশগ্রহনের link |
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-1 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-2 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-3 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-4 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-5 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-6 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-7 |
|
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম পর্ব-8 |
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link