Wednesday, 26 August 2020

National Symbols of India in Bengali PDF Download | ভারতের জাতীয় প্রতীক PDF


National Symbols of India in Bengali PDF Download | ভারতের জাতীয় প্রতীক PDF
National Symbols of India in Bengali PDF Download | ভারতের জাতীয় প্রতীক PDF



প্রিয় বন্ধুগণ ,আপনারা সবাই কেমন আছেন ? আজ আমরা অপনাদের সাথে সারে করছি National Symbols of India in Bengali PDF Download | ভারতের জাতীয় প্রতীক PDF ফাইল যা আপনাদের আগত পরীক্ষাতে সাহায্য করবে তাই আর দেরী না করে নিচে পিডিএফ ফাইল ডাউনলোড করুন 

PDF এর কিছু নমুনা :

জাতীয় এমব্লেম
ভারতীয় জাতীয় প্রতীক সারনাথের সিংহ চিহ্নিত অশোক স্তম্ভটি থেকে নেয়া হয়েছে। আসল অশোক স্তম্ভ টি উত্তরপ্রদেশের বেনারসের কাছে সারনাথ মিউজিয়ামে রাখা আছে। 1950 সালের 26 শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীক নেয়া হয় এই এমব্লেম হলো ক্ষমতা সহস এবং বিশ্বাসের  প্রতীক সারনাথের মূল অশোকস্তম্ভ এর  চারটি সিংহ পিঠে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে  নিচের আধারটিতে হাতি,ছুটন্ত ঘোড়া ,ষাঁড় সিংহের রিলিফ রয়েছে। তবে এই চারটি প্রাণীর রিলিফ কে পৃথক করতে তাদের মাঝে পদ্মের উপর চক্র রয়েছে। এটি বেলেপাথর খোদাই করে তৈরি এই অশোক স্তম্ভের শীর্ষে রয়েছে ধর্মচক্র।নিজের আধারটির উত্তর দিকে সিংহ ,পূর্বে হাতি ,দক্ষিণে ছুটন্ত ঘোড়া এবং পশ্চিম দিকে অবস্থান করছে ষাঁড় একেবারে নিচে মুণ্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি দেবনাগরী লিপিতে খোদাই করা আছে।

জাতীয় স্রোত্র (National Anthem )
জাতীয় স্রোত্র জনগণমানো প্রথম গাওয়া হয় 27 শে ডিসেম্বর 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে|
এটি সংবিধান সভা গ্রহণ করে 24 শে জানুয়ারি 1950 সালে
গানটি প্রকৃতপক্ষে বাংলায় রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে এর হিন্দি অনুবাদ আছে।
সম্পূর্ণ গানটি পাঁচটি স্তবক বিভক্ত তবে গানটির প্রথম স্তবকটি জাতীয় স্রোত্র হিসাবে গ্রহণ করা হয়েছে|
পুরো জাতীয় স্রোত্রটি গাওয়ার সময় 52 সেকেন্ড, ক্ষেত্রবিশেষে 20 সেকেন্ড সময়ের মধ্যে জাতীয় স্রোত্র-এর একটি সংক্ষিপ্ত রূপ গাওয়া হয়।

জাতীয় সংগীত
ভারতের জাতীয় সংগীত বন্দেমাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে
জাতীয় কংগ্রেসের 1896 সালের বাৎসরিক অধিবেশনের গানটি প্রথম গাওয়া হয়
গানটি ইংরেজি অনুবাদ করেন শ্রী অরবিন্দ
জাতীয় ক্যালেন্ডার
জাতীয় ক্যালেন্ডার শক যুগ ধরে গণনা করা হয়। এটি গ্রহণ করা হয় 22 শে মার্চ  1957 সালে

জাতীয় পতাকা
ভারতের জাতীয় পতাকার নকশা টি গ্রহণ করা হয় 22শে জুলাই 1947 সালে জাতীয় পতাকার নকশাটি পিঙ্গালি ভেঙ্কাইয়া ডিজাইন করেছেন
জাতীয় পতাকার প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2 : 3
পতাকার কেন্দ্রে সাদার মধ্যে ঘন নীল রঙের অশোক চক্র রয়েছে।
ওই ধর্মচক্র টিতে 24 টি স্পোক আছে। এই চক্রটি অশোক স্তম্ভ থেকে নেয়া হয়েছে

জাতীয় পাখি
ভারতের জাতীয় পাখি ময়ূর। ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলে ঘোষণা করা হয় 1963 সালে

জাতীয় বৃক্ষ
ভারতের জাতীয় বৃক্ষ হলো বট
দেশের একতার প্রতীক বটবৃক্ষ। বটগাছ আবার কল্পবৃক্ষ নামেও পরিচিত। বটবৃক্ষ বহু পশু পাখিদের আশ্রয়স্থল যা ভারতের মতো মহান দেশের বিভিন্ন জাতি ধর্মের একতাকে বহন করে।

জাতীয় পশু
বাঘ জাতীয় পশুর মর্যাদা দেয়া হয় 1973 সালের এপ্রিল মাসে ব্যাঘ্র প্রকল্প শুরু সাথে সাথে
বোনের ভগবান (lord of the jungal) বলা হয় বাক্যে এবং ভারতের বন্যপ্রাণী সম্পর্কে প্রতীক

জাতীয় ফুল
ভারতের জাতীয় ফুল হলো পদ্ম এটি পবিত্র ফুল ভারতের চিত্রকলা পৌরাণিক কাহিনীতে এর স্বতন্ত্র অবস্থান আছে

অন্যান্য জাতীয় প্রতীক
ভারতের জাতীয় ফল হল আম
জাতীয় জলচর প্রাণী হল গঙ্গা নদীর ডলফিন
জাতীয় নদী হল গঙ্গা
জাতীয় শিল্পকলা ভারতনাট্যম নৃত্য কলাটি তামিলনাড়ু থেকে সৃষ্ট এবং একে চলমান কবিতা” (Moring Poetry) কিভাবে জানা যায়

এভাবেই PDF ফাইল ডাউনলোড করুন 



PDF FILE DETAILS 

FILE NAME :ভারতের জাতীয় প্রতীক PDF ফাইল
FILE PAGE : 5
FILE SIZE :459 KB
FILE LANGUAGE :Bengali
FILE DOWNLOAD : CLICK HERE 

আরো pdf ফাইল ডাউনলোড করুন 


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you