Thursday 23 April 2020

Science GK in Bengali pdf Download -ভৌত বিজ্ঞান GK

Science GK in Bengali pdf Download -ভৌত বিজ্ঞান GK


প্রিয় বন্ধুগণ , আপনারা সবাই কেমন আছেন ? আমাদের যে ভৌতবিজ্ঞান  Oneliner সিরিজ চলছে আজ তার তৃতীয় দিন , অর্থাৎ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছিScience GK in Bengali pdf Download -ভৌত বিজ্ঞান GK পার্ট-3  যা আপনাদের বিভিন্ন competitive পরীক্ষায় সাহায্য করবে ,তাই আর দেরী না করে নিচে PDF ফাইল download করে নিন |
PDF ফাইল এর কিছু নমুনা :

প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে ?
উত্তর: ভালো আবহাওয়া  
প্রশ্ন: একটি নিউক্লিয়াসের একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন বা ভর সংখ্যা হলে রত কি নাম পরিচিত ?
উত্তর: আইসোটোন
প্রশ্ন: তাপের সর্বর্ত্ত্ম  পরিবাহী হলো ?
উত্তর: Ag
প্রশ্ন : বাতাস থেকে কাঁচে আলো প্রতিসৃত হলে কোনটি পরিবর্তিত হয় ?
উত্তর: তরঙ্গদৈর্ঘ্য ও গতি
প্রশ্ন : মরীচিকার সৃষ্টি হয় আলোর ----
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের ফলে
প্রশ্ন: ক্রেন কোন শ্রেনীর লিভার ?
উত্তর: তৃতীয়        
প্রশ্ন: কোনো বস্তুর বেগ দ্বিগুন হলে ---
উত্তর: তার ভরবেগ দ্বিগুন হবে
প্রশ্ন : পুকুরের জল প্রবল গরমে ঠান্ডা থাকার কারণ ?
উত্তর: জলের বাষ্পীভবন
প্রশ্ন: লাউডস্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয় ?
উত্তর: তরিত শক্তি – শব্দশক্তিতে
প্রশ্ন : ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে ---
উত্তর: স্থিতিশক্তি সঞ্চয় করি
প্রশ্ন: বায়ুমন্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতেফিরে আসে ?
উত্তর: আয়নোস্ফীয়ার


এভাবেই PDF ফাইল পেতে নিচের link এ click করুন 
 PDF FILE DETAILS :
FILE NAME :ভৌতবিজ্ঞান  Oneliner-3
FILE LANGUAGE : Bengali
FILE PAGE :3
FILE SIZE :439 KB
FILE DOWNLOAD : CLICK HERE

আরো PDF ফাইল download করুন

1 comment:

Dont Leave Any Spam Link

Recommended for you