Friday 17 April 2020

Physical Science GK in Bengali || ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2020


Physical Science GK in Bengali || ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2020

প্রিয় বন্ধুগণ , আপনারা সবাই কেমন আছেন , আমাদের যে ভৌতবিজ্ঞান Oneliner সিরিজ চলছে আজ তার দ্বিতীয় দিন ,অর্থাত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physical Science GK in Bengali || ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2020 ভৌতবিজ্ঞান Oneliner পার্ট -2 যা আপনাদের বিভিন্ন competitive পরীক্ষাতে সাহায্য করবে তাই আর দেরী  না করে নিচে PDF ফাইল download করে নিন |
PDF এর কিছু নমুনা :

প্রশ্ন: কার্য হলো –
উত্তর: দুটি ভেক্টর রাশির গুনফল
প্রশ্ন: জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ ----
উত্তর: কম
প্রশ্ন: গাড়ির পিছনের পিছনের দৃশ্য দেখার জন্য কিরকম দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর: উত্তল
প্রশ্ন: সি.জি.এস পদ্ধতিতে জলসম এর একক কি?
উত্তর: গ্রাম
প্রশ্ন: ফোটন হলো এক ধরনের ---
উত্তর: ভরহীন কনা
প্রশ্ন: কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কনা নির্গত হয় ?
উত্তর : ইলেকট্রন
প্রশ্ন: কোনটি অন্তরক পদার্থ নয় –
উত্তর: গ্রাফাইট
প্রশ্ন: পৃথিবীর চারধারে বায়ু মন্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত?
উত্তর: কালো
প্রশ্ন: ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তত কত ?
উত্তর: 180
প্রশ্ন: জলসমের CGS পদ্ধতিতে এককে কি ?
উত্তর: গ্রাম
প্রশ্ন: কোনো গ্যাসীয় পদার্থের অনুবিক গুরুত্ব তার বাস্পঘনত্বের কত গুন?
উত্তর: দুগুন
প্রশ্ন: কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রী বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কি বলা হয় ?
উত্তর: তাপগ্রাহিত
প্রশ্ন: বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন রঙের প্লাস্টিকে মরা থাকে ?
উত্তর: লাল
প্রশ্ন : W.h কীসের একক ?
উত্তর: তরিতশক্তি
প্রশ্ন: কোন উস্নতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় ?
উত্তর: -273C উষ্ণতা


এভাবেই PDF ফাইল পেতে নিচের link এ click করুন 

PDF FILE DETAILS :
FILE NAME :ভৌতবিজ্ঞান Oneliner পার্ট -2
FILE LANGUAGE : Bengali
FILE PAGE : 3
FILE PAGE :371 KB
FILE DOWNLOAD : CLICK HERE


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you