Thursday, 2 April 2020

March 2020 Current Affairs in Bengali।। সম্পূর্ণ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF

March 2020 Current Affairs in Bengali।। সম্পূর্ণ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF


প্রিয় বন্ধুগণ , আগত সমস্ত রকম competitive পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন চলছে ? কে কোনো পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় | তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিগত মার্চ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স March2020 Current Affairs in Bengali।। সম্পূর্ণ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF একটি PDF এর মধ্যে তাই আর দেরী না করে নিচে থেকে PDFফাইল download করুন |
PDF এর কিছু নমুনা :
March 2020 Bengali Current Affairs 
[01/03/2020]
1.2020 সালের মার্চ বিশ্ব প্রতিরক্ষা দিবস পালিত হয়।
2.জিরো বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ।
3.আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল  কে  রাজনীতির জন্য  Dr. Syama Prasad Mukherjee  2020 পুরষ্কার দেওয়া হলো ।
4.কলম্বিয়ার গবেষকরা নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে সংগৃহীত ডেটাগুলির মাধ্যমে 17 টি নতুন গ্রহ আবিষ্কার করেছেন।
5.সম্প্রতি প্রাক্তন প্রধান মন্ত্রী Morarji Desai এর ১২৪ তম জন্মবার্ষিকী পালন করল কেন্দ্র।
6.2020 সালে ভারতের সবথেকে ট্রেড পার্টনার দেশ হল USA.
7.'Microsoft Future Decoded - CEO Summit 2020অনুষ্টিত হবে মুম্বাই তে।
8.দ্রোণাচার্য পুরষ্কার  অ্যাথলেটিক্স কোচ জোগিন্দার সিং সায়নী 90 বছর বয়সে চলে গেলেন|
[03/03/2020]
1.World Hearing Day 3rd মার্চ বিশ্বব্যাপী পালন করা হয়| এবারের থিম :“Hearing for life. Don’t let hearing loss limit you”
2.World Wildlife Day 3rd মার্চ বিশ্বব্যাপী পালন করা হয়এবারের থিম : Sustaining all life on Earth.
3.দোরগোড়ায় ডিজেল সরবরাহের জন্য সরকার "হামসফার" মোবাইল অ্যাপ চালু করেছে[তথ্য:Minister of Petroleum and Natural Gas: Dharmendra Pradhan]
4.কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের কলকাতায় জাতীয় সুরক্ষা গার্ডের (NSG) আঞ্চলিক হাব ক্যাম্পাসের উদ্বোধন করেন।[তথ্য:Jagdeep Dhankhar is the governor of West Bengal.]
5.2020 সালের মার্চ মাসে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের সভাপতির দায়িত্ব চীন গ্রহণ করেছে।
6.অরুণাচল প্রদেশ বিধানসভা ই-বিধান প্রকল্প বাস্তবায়ন করলো |
7.ভারত আর্মেনিয়ার  সাথে 40 মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করেছে|

8.ওয়ার্ল্ড প্রোডাকটিভিটি কংগ্রেসের 19 তম সংস্করণ (WPC) 2020 সালের  6ই মে থেকে 8 ই মে কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।[তথ্য:World Confederation of Productivity Science established in 1969.]

PDF FILE DETAILS:
FILE NAME :March CA 2020
FILE LANGUAGE : Bengali
FILE PAGE :19
FILE SIZE :1.22 MB
FILE DOWNLOAD : CLICK HERE

নিচে আরো PDF download করুন |

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you