Thursday 26 December 2019

সন্ধি বিচ্ছেদ PDF বাংলা ব্যাকরণ || Bengali Grammar PDF || SONDHI BICHED

সন্ধি বিচ্ছেদ PDF বাংলা ব্যাকরণ || Bengali Grammar PDF || SONDHI BICHED 



বাংলা ব্যকরণ এর একটি অংস হিসাবে সন্ধি - বিচ্ছেদ সব পরীক্ষাতেই এসে থাকে , সে টেট কিনবা অন্য কোনো competitive exam হোক না কেন |  আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধি - বিচ্ছেদ নিয়ে একটি PDF FILE | যাতে সন্ধি - বিচ্ছেদ  সম্পর্কে বই এর মত করে বিস্তারিত আলোচনা করা আছে | তাই আর দেরী না করে নীচে থেকে PDF ফাইল টি DOWNLOAD করে নিন |

PDF এর কিছু নমুনা :

সন্ধি : পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে। যেমন, ‘নর + অধম = নরাধম’। এখানে ‘নর’র শেষ ধ্বনি ‘অ’ (ন+অ+র+ অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইট ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো।

সন্ধি ধ্বনির মিলন : সন্ধি নতুন শব্দ তৈরির একটি কৌশল, তবে এখানে সমাসের মতো নতুনভাবে সম্পূর্ণ শব্দ তৈরি হয় না। কেবল দুটো শব্দ মিলিত হওয়ার সময় পাশাপাশি অবস্থিত ধ্বনি দুটি মিলিত হয়। এই দুটি ধ্বনির মিলনের মধ্য দিয়ে দুটি শব্দ মিলিত হয়ে নতুন একটি শব্দ তৈরি করে। অর্থাৎ শব্দ দুটি মিলিত হয় না, ধ্বনি দুটি মিলিত হয়। উল্লেখ্য, একাধিক শব্দের বা পদের মিলন হলে তাকে বলে সমাস।

সন্ধির উদ্দেশ্য : সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। সুতরাং যেখানে সন্ধির মাধ্যমে এই দুটি উদ্দেশ্যই পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো-
১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা),
২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)
কিছু উদাহরণ :
শত+এক = শতেক , দেব+আলয় = দেবালয়
কত+এক = কতেক , রত্ন+আকর = রত্নাকর
নাত্+জামাই = নাজ্জামাই,  মহা+আশয় = মহাশয়
নর+অধম = নরাধম, শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
হিত+অহিত = হিতাহিত , যথা+ইষ্ট = যথেষ্ট
হিম+আলয় = হিমালয় , নীল+উৎপল = নীলোৎপল
FILE MANE :সন্ধি - বিচ্ছেদ PDF
FILE LANGUAGE :ENGLISH
FILE FORMAT : PDF
FILE SIZE :5.4 MB 

FILE PAGE : 14
DOWNLOAD :CLICK HERE 


FOR DOWNLOAD MORE PDF FILE DAILY VISIT OUR WEBSITE .
THANKING YOU .

1 comment:

Dont Leave Any Spam Link

Recommended for you