Daily current affairs in bengali 01/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 01/05/2023
Daily current affairs in bengali 01/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 01/05/2023 |
Daily current affairs in bengali 01/05/2023
1.বিশ্বের প্রথম দেশ হিসেবে ইউনাইটেড আরব ইমিটেটস দেশের বিমানবন্দরে যাত্রীদের জন্য রোবোটিক্স ভিত্তিক check in পরিসেবা চালু করল।
2. 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
3.সম্প্রতি পাঞ্জাব রাজ্য সরকার কৃষকদের ফসলের ক্ষতির জন্য মোট ক্ষতিপূরনের দশ শতাংশ কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল।
4.সম্প্রতি অরুণ কাশ্যপ Spice Jet এর চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন।
5.সম্প্রতি সিদ্ধার্থ মহান্তি ভারতীয় জীবন বিমান নিগমের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন।
6.KBM Spices এর ব্র্যান্ড এম্বাসেডর পদে নিযুক্ত হলেন পরিনিতি চোপড়া।
7.Rashki কোম্পানি ভারতে প্রথম কলাগাছ থেকে তৈরি উদ্ভিজ্জ চামড়া দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি করল।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link