Thursday 27 April 2023

Daily current affairs in bengali 26/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26/04/2023

Daily current affairs in bengali 26/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26/04/2023
Daily current affairs in bengali 26/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26/04/2023

                                   Daily current affairs in bengali 26/04/2023

1. সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্য ভারত সরকার অপারেশন কাবেরী লঞ্চ করল।

2.প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়।

3.সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিউ দিল্লি তে জি-টোয়েন্টি পার্ক তৈরি করার কথা ঘোষণা করলো।

4.কর্নাটকের বিধানসভা নির্বাচন থেকে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য "vote from home"পরিষেবা চালু করল নির্বাচন কমিশন। কর্নাটাকে রাজধানী বেঙ্গালুরু। জাতীয় উদ্যান: বন্দিপুর জাতীয় উদ্যান, বালুরঘাট জাতীয় উদ্যান, আইসি জাতীয় উদ্যান।

5.সম্প্রতি জম্বু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ৩৫৬৫ টি পঞ্চায়েতে kisan sampark abhiyan লঞ্চ করলো। জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর, শীতকালীন রাজধানী জম্মু ।লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা।

6.সম্প্রতি রাজেশ কুমার সিং শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

7.সম্প্রতি মোঃ শাহাবুদ্দিন বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন। বাংলাদেশের রাজধানী ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

8.আইকনিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড সচিন টেন্ডুলকারের নামে একটি গেট উন্মোচন করেছেন।

9.সম্প্রতি কে এল রাহুল টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৭০০০ রান করা ভারতীয় খেলোয়াড় হলেন।

10.World innovation and creative day প্রতিবছর একুশে এপ্রিল পালন করা হয়।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you