Daily current affairs in bengali 25/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25/04/2023
Daily current affairs in bengali 25/04/2023Daily current affairs in bengali 25/04/2023 |
Daily current affairs in bengali 25/04/2023
1.সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার সালোখা যোজনা চালু করলো। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
2.উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্যে প্রথম মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে।
3.আইআইটি মাদ্রাজ দেশের বাইরে তানজানিয়াতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করতে চলেছে। তানজানিয়া রাজধানী ডোডোমা।
4.2023 বিশ্ব টিকাদান সপ্তাহ ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পালন করা হবে।
5.সম্প্রতি Crosscourt শিরোনামের বইটা লিখলেন জয়দেব মুখার্জি। ইনি একজন টেনিস প্লেয়ার।
6.সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকার Bone নামে ভারতের প্রথম বেশি ওজন বহনকারী লজিস্টিক ড্রোন লঞ্চ করল। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
7.সম্প্রতি হরমোনপ্রিত কৌর প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে Wisden cricket of the year award 2022 জিতলেন।
8.2022 Wisden Almanacks leading T20 Cricketer অ্যাওয়ার্ড জিতলেন সূর্য কুমার যাদব।
9.শেলি সিং ভারতীয় লং জাম্পার এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছে।
10.National Archives of India এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন অরুন সিং।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link