Friday, 21 April 2023

Daily current affairs in bengali 21/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21/04/2023

Daily current affairs in bengali 21/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21/04/2023
Daily current affairs in bengali 21/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21/04/2023


                                              Daily current affairs in bengali 21/04/2023

1.প্রতিবছর National civil service day 21শে এপ্রিল পালন করা হয়।

2.2023 FIFA Under -20 World Cup আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে।

3.জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। 

4.টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড এর CEO ও MD পদে নিযুক্ত হলেন রণধির ঠাকুর।

5.সম্প্রতি ভারত সফলভাবে Fengyun-3 নামে আবহাওয়া উপগ্রহের উৎক্ষেপণ করল। 

6.সম্প্রতি City union Bank ভারতে প্রথম voice biometric authentication  banking app চালু করল।

7.সম্প্রতি বিহার রাজ্যে Thawe  উৎসব আয়োজিত হলো।

8.ভারতের ভুবনেশ্বর শহরে 2023 Intercontinental cup টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you