Daily current affairs in bengali 19/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/04/2022 |
1. বিশ্ব যকৃত দিবস প্রতিবছর 19 এপ্রিল পালন করা হয়
2.2021সালে AIMA managing India awards এ সেরা পরিচালকের পুরস্কারে সম্মানিত হলেন সুজিত সরকার।
3.মনিপুর রাজ্যের ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সদর দপ্তর কমপ্লেক্সে 165 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মণিপুরের রাজধানী ইম্ফল।
4.দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারনেট রেডিও "Radio Aksh" নাগপুরে চালু করা হলো।
5.নাগপুরে ভারতের প্রথম skill India international centre তৈরি হচ্ছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
6.সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় Hamish Bennett আন্তর্জাতিক খেলা থেকে অবসর গ্রহণ করলেন।
7.সম্প্রতি পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি পরিবারকে বিনামুল্যে 300 ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করলেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান।
8.দিল্লিতে PMs Museum এর অফিশিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার হলো Paytm.
9.বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার 8% হবে।
10.টি-টোয়েন্টি ক্রিকেটে 10 হাজার রান সম্পন্নকারী দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link