Daily current affairs in bengali 25/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25/03/2022
![]() |
Daily current affairs in bengali 25/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25/03/2022 |
1.ভারত ও সেশেলস দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া LAMITIYE-2022 শুরু হলো।
2.Wrist Assured :An Autobiography এটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গুন্ডাপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ এর আত্মজীবনী মূলক বই।
3.প্রথম আফ্রিকান হিসাবে ডিবেডো ফ্রান্সিস কের Pritzker Prize 2022 জিতল।
4.নীরাজ চোপরা 2022 সালের পুরুষ বিভাগে sportstar of the year award জিতল।
5.মীরাবাঈ চানু 2022 সালের মহিলা বিভাগে sportstar of the year award জিতলেন।
6.Global House price index 2021 ভারতের স্থান 51 তম। প্রথম স্থানে আছে তুর্কি।
7.পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের 11 তম মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন ।
8.World metrological day প্রতিবছর 23 শে মার্চ পালন করা হয়।2022 থিম: early warning and early action.
9.India's ordinance factory day প্রতি বছর 18 মার্চ পালন করা হয়।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link