1000 Computer GK Question in Bengali |
প্রিয় বন্ধুগণ ,
আগত competitive পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি কেমন চলছে | বিশেষ করে যারা রেলওয়ে পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন | আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 কম্পিউটারের সংক্রান্ত সাধারণ জ্ঞান |1000 Computer GK Question in Bengali যা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে | তাই আর কথা না বাড়িয়ে নিচের link এ click করে PDF ফাইল ডাউনলোড করুন |
PDF ফাইল এর কিছু নমুনা :
১. পৃথিবীর
বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ বৃহত্তম
নেটওয়ার্ক – ইন্টারনেট।
২. কমপ্যাক্ট
ডিস্ক কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ জেমস টি
রাসেল।
৩. বিশ্ব
কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা/Literacy Day দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?
উত্তরঃ ২২ শে
ডিসেম্বর।
৪. মনো এফএম
ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৪৬
সালে।
৫. জাভা কে
আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জেমস এ
গোসলিং।
৬. স্টেরিও এফএম
ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৬০
সালে।
৭. লংহর্নের কোড
নাম ছিল?
উত্তরঃ উইন্ডোজ
ভিস্তা।
৮. লাইভওয়্যার
বলতে কী বোঝায়?
উত্তরঃ কম্পিউটার
দিয়ে কাজ করা লোক বা মানুষ।
৯. ভারতের
হিউম্যান-কম্পিউটার নামে পরিচিত কে?
উত্তরঃ শকুন্তলা
দেবী।
১০. PAL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Phase
Alternation by Line
১১. NSFNET
প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৬
সালে।
১২. কোন
কম্পিউটার ইঞ্জিনিয়ার 2003 সালে সাহিত্যের
জন্য নোবেল পেয়েছিলেন?
উত্তরঃ জে.এম.
কোয়েটজি।
১৩. ‘ওয়েভিং দ্য ওয়েব’ লিখেছিলেন …..
উত্তরঃ টিম
বার্নার্স লি।
১৪. বিটা টেস্ট
কি?
উত্তরঃ বাণিজ্যিক
প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফ্টওয়্যারগুলির Trial পরীক্ষা।
১৫. ‘Do
no evil’ ….. কার ট্যাগ লাইন।
উত্তর: গুগল।
১৬. প্রশ্নঃ ARPANET
বন্ধ হয় কবে?
উত্তরঃ ১৯৯০
সালে।
১৭. ইন্টারনেটের
মাধ্যমে প্রকাশিত প্রথম ভারতীয় সিনেমা হল …..
উত্তর: বিভা/Vivah
১৮. Rediff.com
….. কাদের দ্বারা প্রতিষ্ঠিত
হয়েছিল?
উত্তর: অজিথ
বালাকৃষ্ণান এবং মণীশ আগরওয়াল
১৯. সবার জন্য
ইন্টারনেট উন্মুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯
সালে।
২০. বাংলাদেশে
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ প্রায়
৫কোটি ২২লাখ (৩২%)।
২১. প্রশ্নঃ ISOC
প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৯২
সালে।
২২. পিডিএফ/PDF
এর এক্সটেনশন কি?
উত্তরঃ পোর্টেবল
ডকুমেন্ট ফর্ম্যাট/Portable document format।
২৩. RDBMS
এর পূর্ণ রুপ?
উত্তরঃ Relational
Data Base Management System
২৪. ইন্টারনেটের
পরীক্ষামূলক পর্যায়ে ছিল কখন?
উত্তরঃ ১৯৬৯-১৯৮৩
সাল।
২৫. টিভি কেমন
ধরনের যোগাযোগ ব্যবস্থা?
উত্তরঃ একমূখী
যোগাযোগ ব্যবস্থা।
২৬. The
Difference engine কার দ্বারা
বিকশিত হয়েছিল?
উত্তরঃ Charles
Babbage
২৭. Orkut.com
এর মালিকানা এখন ……
উত্তর: গুগল।
২৮. বিশ্বের
প্রথম মাইক্রোপ্রসেসর …..
উত্তর: ইন্টেল 4004।
২৯. “Global
Village” ও “The Medium is
the Message” এর উদ্ভাবক কে?
উত্তরঃ মার্শাল
ম্যাকলুহান (১৯১১-১৯৮০)।
৩০. The
Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৬২
সালে।
৩১. এসকিউএল/SQL
কি?
উত্তর:
স্ট্রাকচার্ড ক্যোয়ারী ল্যাঙ্গুয়েজ/Structured Query Language
৩২. সিওবিএল/COBOL
এর সম্প্রসারণ কী?
উত্তর: Common
Business Oriented Language
৩৩. Understanding
Media প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৪
সালে।
৩৪. প্রশ্নঃ
বিশ্বগ্রামের মূলভিত্তি কি?
উত্তরঃ নিরাপদ
তথ্য আদান প্রদান
৩৫. এসএমএস/SMS
এর পূর্ণ রুপ কি?
উত্তর: Short
Message Service
৩৬. কোন আইটি
সংস্থার ডাক নাম ‘The Big Blue/দ্য বিগ ব্লু’?
উত্তর: আইবিএম/IBM
৩৭. IEEE এর পূর্ণ রূপ কি?
উত্তর: Institute
of Electric and Electronic Engineers
৩৮. COBOL
কে বিকাশ করেছেন?
উত্তর: গ্রেস
মারি হপার/Grace Murry Hopper
৩৯. বিশ্বগ্রামের
মেরুদণ্ড কি?
উত্তরঃ
কানেকটিভিটি।
৪০. EHR এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Electronic
Heath Records
৪১. বর্তমান
বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার কি?
উত্তরঃ ওয়েবসাইট
৪২. ইমেল/Email
কার দ্বারা তৈরি করা
হয়েছিল
উত্তরঃ রেমন্ড
স্যামুয়েল টমলিনসন (রে টমলিনসন)
৪৩. Green
dam is ……
উত্তরঃ Web
Filter
৪৪. CMOS বর্ধিত রূপ কী?
উত্তর: Complementary
Metal Oxide Semoconductor
৪৫. নেটিজেন কে?
উত্তর: নেট
নাগরিক (নাগরিক যারা ইন্টারনেট ব্যবহার করেন)।
৪৬. অফিসের সার্বিক
কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে কি বলে?
উত্তরঃ অফিস
অটোমেশন।
৪৭. IT+Telecommunication
কি?
উত্তরঃ iPod
৪৮. IT+Entertainment
কি?
উত্তরঃ Xbox
৪৯. IT+Consumer
Electronics কি?
উত্তরঃ Vaio
৫০. Scareware
কি?
উত্তর: নকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার/Fake antivirus softwares
এভাবেই PDF ফাইল ডাউনলোড করতে নিচের লিঙ্কে click করুন
PDF FILE DETAILS :
FILE NAME :1000 Computer GK
FILE PAGE :29
FILE LANGUAGE : Bengali
FILE DOWNLOAD : CLICK HERE
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link