Monday 17 August 2020

Bengali General Science Question and Answer PDF For All Competitive Exam - 100 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

Bengali General Science Question and Answer PDF For All Competitive Exam - 100 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর
Bengali General Science Question and Answer PDF For All Competitive Exam - 100 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

প্রিয় বন্ধুগণ ,
আজ আমরা আপানদের জন্য নিয়ে এসেছি 100 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর | এটি আপনাদের আগত বন সহায়ক , WBCS ,RAIL ও অন্যান্য পরীক্ষাতে সাহায্য করবে | আপনাদের এই পরিখাগুলোর কথা মাথায় রেখে এই PDF ফাইল টি বানানো |
   
              তাই আর দেরী না করে নিচে থেকে PDF ফাইল টি বিনামূল্যে ডাউনলোড করে ফেলুন |

PDF ফাইল এর কিছু নমুনা :

প্রশ্ন: কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কি বলা হয়?
উত্তর: তাপগ্রাহিতা

প্রশ্ন: বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে?
উত্তর: উষ্ণতা

প্রশ্ন: এস আই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি?
উত্তর: কুলম্ব

প্রশ্ন: বস্তুর ভর আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে?
উত্তর: তাপগ্রাহিতা

প্রশ্ন: চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত?
উত্তর: পাস্কাল এর সূত্র

প্রশ্ন:পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো?
উত্তর: কালো

প্রশ্ন: ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত?
উত্তর: 180 ডিগ্রী

প্রশ্ন: ফোটন হলো এক ধরনের--
উত্তর: ভরহীন কনা

প্রশ্ন:আমাদের দেশে নিউক্লিয় বিজ্ঞানের জনক কে?
উত্তর: হোমি জাহাঙ্গীর ভাবা

প্রশ্ন: কার্য হল--
উত্তর: দুটি ভেক্টর রাশির গুণফল

এ ভাবেই নিচে পিডিএফ ফাইল ডাউনলোড করুন 

PDF FILE DETAILS :

FILE NAME :100 ভৌত বিজ্ঞান SAQ
FILE LANGUAGE : Bengali
FILE PAGE :15
FILE SIZE :1.48 MB 
FILE  DOWNLOAD : CLICK HERE


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you