Tuesday, 3 March 2020

Psychology Mock Test in Bengali -শিশু শিক্ষা মক টেস্ট

Psychology Mock Test in Bengali -শিশু শিক্ষা  মক টেস্ট

প্রিয় বন্ধুগণ, কেমন আছেন ? আগত WBTET এর প্রস্তুতির জন্য  আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Child Psychology Online Mock Test -1 যা আপনাদের পরীক্ষার পস্তুতি নিতে সাহায্য করবে | Mock Test দেবের জন্য নিচে click করুন |

Child Psychology Mock Test -1


  1. শিক্ষা হলো দ্বিমেরু বিশিষ্ট পক্রিয়া – দুটি মেরু কি ?

  2. শিক্ষক ও পাঠক্রম
    শিক্ষক ও বিদ্যালয়
    শিক্ষক ও শিক্ষার্থী
    কোনটাই নয়

  3. Educare – কথাটির অর্থ কি ?

  4. শিক্ষা গ্রহণ
    শিক্ষা দান
    লালন –পালন ও পরিচর্চা করা
    কোনটাই নয়

  5. জানার জন্য শিক্ষা‘র সাথে নিম্নলিখিত কোন মানসিক পক্রিয়া যুক্ত নয় ?

  6. স্মৃতি
    চিন্তন ক্ষমতা
    মনসংযোগ
    কোনটাই নয়

  7. শিক্ষার লক্ষ ব্যক্তিবিকাশ ও সমাজের বিকাশ – ওপর একটি লক্ষ্য কি?

  8. জাতীয় উন্নয়ন
    সামাজিক উন্নয়ন
    আত্মিক উন্নয়ন
    কোনটাই নয়

  9. শিক্ষার লক্ষ নিচের কোনটি হওয়া উচিত?

  10. ব্যক্তি বিকাশ
    সমাজ উন্নয়ন
    দুটোই ঠিক
    কোনটাই নয়

  11. কোনটি দূরবর্তী শিক্ষার অন্তর্গত নয় ?

  12. প্রথাগত শিক্ষা
    বয়স্কদের শিক্ষা
    দুটোই ঠিক
    কোনটাই নয়

  13. প্রাক –প্রাথমিক শিক্ষার বয়স কত হবে ?

  14. 2 বছর
    3 বছর
    2.5 – 6 বছর
    কোনটাই নয়

  15. 17-18বয়স সীমার ছেলে –মেয়েরা কোন শিক্ষা গ্রহণ করবে ?

  16. প্রথমিক
    মাধ্যমিক
    উচ্চমাধ্যমিক
    কোনটাই নয়

  17. পাঠাগার একটি –

  18. সামাজিক প্রতিষ্টান
    রাজনৈতিক প্রতিষ্টান
    ধার্মিক প্রতিষ্টান
    কোনটাই নয়

  19. নিচের কোনটি রাষ্ট্রের লক্ষ্য নয় ?

  20. পাঠক্রম ও নীতি নির্ধরন করা
    শিক্ষা প্রতিষ্টান কে আর্থিক সাহায্য করা
    শিক্ষাথীদের অর্থনৈতিক প্রশিক্ষণ দেওয়া
    শিক্ষকদের নিয়োগ করা


2 comments:

Dont Leave Any Spam Link

Recommended for you