Monday 24 April 2023

Daily current affairs in bengali 24/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/04/2023

Daily current affairs in bengali 24/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/04/2023
Daily current affairs in bengali 24/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/04/2023

                                     Daily current affairs in bengali 24/04/2023

1.কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে বেশি জলধর আছে।

2.প্রতিবছর 23শে এপ্রিল বিশ্ব বই দিবস পালন করা হয়।

3.প্রতিবছর ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়।

4.কেন্দ্রীয় সরকার নামেমি গঙ্গে কর্মসূচির অধীনে আটটি প্রকল্পের জন্য ৬৩৮ কোটি টাকা অনুমোদন করল।

5.ভারতের প্রথম কোচিন শহরে জলপথে মেট্রো পরিসেবা চালু হতে চলেছে ।

6.সম্প্রতি অরুন সিনহা কে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ  অর্গানাইজেশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত। সদর দফতর নিউ দিল্লি।

7.সম্প্রতি রোহিত শর্মাকে জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসডের পদে নিযুক্ত করা হলো।

8.ভারতের পুনে শহরে বৃহত্তম আন্তর্জাতিক স্কুল স্থাপন করা হলো।

9.2023 world Bank logistics Performance Index ভারতের স্থান 38 তম।



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you