পুলিশ কনস্টেবল বাংলা অনলাইন মক টেস্ট
পুলিশ কনস্টেবল বাংলা অনলাইন জিকে মক টেস্ট (e-Book)
Mock Test pdf link- click here
ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে। আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো। তোমাদের প্রিপারেশন কে শেষ মুহূর্তে একবার ঝালাই করে নেওয়ার জন্য তোমাদের দরকার একটি উপযুক্ত মক টেস্ট সিরিজ। হাতে তোমাদের আর রাফলি কুড়ি দিন বাকি রয়েছে। এই সময়ে তোমরা যদি মক টেস্ট এর প্রতি উপযুক্ত সময় দেও এবং প্রত্যেকটি মক টেস্ট যথোপযুক্ত হবে অ্যানালিসিস করো তাহলে তোমাদের পরীক্ষার ফলাফল অন্যদের থেকে অনেক ভালো হবে। তাই আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটি মক টেস্ট সিরিজ। এই মক টেস্টের রয়েছে মোট দশটি টেস্ট। মক টেস্ট টিতে গণিত রিজনিং এবং জিকে পরীক্ষায় যেমন আসে তেমন ভাবে উপস্থাপন করা হয়েছে। তাই প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের উচিত এই মুহূর্তে আমাদের দ্বারা বানানো এই মকটেস্ট যত দ্রুত সম্ভব সংগ্রহ করে বাড়িতে বসে নিজের প্রিপারেশন কে একবার যাচাই করে দেখে নেওয়া। মনে রেখো তোমাদের এই প্রিপারেশন যাতে তোমাকে সর্বোচ্চ সফলতা দিতে পারে তার উদ্দেশ্যে আমাদের এই মক টেস্ট। তাই প্রিয় ছাত্র ছাত্রীরা দেরি না করে আর ফোনে বেশি সময় নষ্ট না করে যে কটা দিন তোমাদের হাতে রয়েছে সেই কটা দিন কে নিজেদের কাজে লাগাও এবং নিজেদের প্রিপারেশন কে সঠিক ভাবে যাচাই করে নাও। আর এই প্রিপারেশন কে যাচাই করার একমাত্র পন্থা হলো মক টেস্ট। তোমরা বন্ধুদের সাথে এই পেজটি শেয়ার করতে পারো এবং দেখতে পারো যে তাদের সাথে তোমার পার্থক্যটা কোথায় রয়েছে এবং তুমি তাদের থেকে বেশি স্কোর করছো না কম স্কোর করছো। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশাকরি আমাদের এই উদ্যোগ তোমাদের কাজে লাগবে এবং সঠিক পথে নিয়ে যাবে তোমাদের সাহায্য করবে। All the best
Download MOCK TEST PDF(link) - click here
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link