![]() |
কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল PDF Download |
প্রিয় বন্ধুগণ , আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি কেমন চলছে ? এই পরীক্ষায় বাংলা ভাষা প্রশ্ন পত্রে কারক ও বিভক্তি থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে | কিন্তু আপনাদের কারক ও বিভক্তি নির্ণয় করা একটু সমস্যা হয়ে যায় | তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারক ও বিভক্তি নির্ণয় করবার কৌশল PDF Download, যা আপনাদের কারক বিভক্তি নির্ণয় করতে সাহায্য করবে | তাই আর দেরী না করে নিচে থেকে pdf ফাইল download করুন |
PDF ফাইল এর কিছু নমুনা :
কারক 6 প্রকা র
1. কর্তৃ কারক
2.কর্ম কারক
3.করণ কারক
4.সম্প্রদান কারক
5.অপাদান কারক
6. অদিকরণ কারক
1. কর্তৃ কারক : যে কাজ করে সে কর্তা বা কর্তৃ কারক|
যেমন : আমি ভাত খায়
ছেলেরা মাঠে খেলা করে
==> এখানে মনে রাখার উপায় হচেছ ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাই তাই কর্তৃ কারক|
কে ভাত খায়?
উত্তর হচেছ আমি
করা মাঠে খেলা করে ?
উত্তর হচেছ ছেলেরা
এভাবেই pdf ফাইল এ পাবেন তাই নিচে থেকে pdf ফিলর টি download করুন
PDF FILE DETAILS :
FILE NAME :কারক ও বিভক্তি নির্ণয়ের কৌশল
FILE LANGUAGE : BENGALI
FILE PAGE :3
FILE SIZE :527 KB
FILE DOWNLOAD : CLICK HERE
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link